Loke Bole Lalon Fokir Lyrics

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লিরিক্স

ওরে আমি কারে কী বা বলি আরে দিশে না মেলে

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে

আমি কারে কী বা বলি ওরে

আমি কারে কী বা বলি আরে দিশে না মেলে

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে

 

শ্বেতদণ্ড জরায়ু ধরে

এক একেশ্বর সৃষ্টি করে

শ্বেতদণ্ড জরায়ু ধরে

এক একেশ্বর সৃষ্টি করে

আরে আগম নিগুম চরাচরে

আরে আগম নিগুম চরাচরে

তারে ভিন্ন জাত বলে

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে

 

আরে তেমনই হয় জাতের প্রমাণ

হিন্দু যবন বৌদ্ধ খ্রিস্টান

আরে তেমনই হয় জাতের প্রমাণ

হিন্দু যবন বৌদ্ধ খ্রিস্টান

আরে জাত বলিতে কী হয় বিধান

আরে জাত বলিতে কী হয় বিধান

শাস্ত্র খুঁজিলে

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে

 

তেমনই হয় জাতের বিচার

এক এক দেশে এক এক আচার

তেমনই হয় জাতের বিচার

আরে এক এক দেশে এক এক আচার

 

 ফকির লালন বলে জাতের ব্যবহার

ফকির লালন বলে জাতের ব্যবহার

তোমরা গিয়াছি ভুলে

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে
আরও পড়ুনঃ 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url