Ki Gabo Ami Ki Shunabo Lyrics (কি গাব আমি কি শুনাবো)
রাগ মিশ্র কানাড়া তাল একতাল কি গাব আমি , কি শুনাবো , আজি আনন্দধামে । পুরবাসি জনে এনেছি ডেকে তোমার অমৃতনাম…
-->
রাগ মিশ্র কানাড়া তাল একতাল কি গাব আমি , কি শুনাবো , আজি আনন্দধামে । পুরবাসি জনে এনেছি ডেকে তোমার অমৃতনাম…
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ।। পাগল হাওয়া বুঝতে নারে ড…
রাগ ভৈরবী তাল দাদরা ও যে মানে না মানা । আঁখি ফিরাইলে বলে, 'না, না, না' ।। যত বলি 'নাই রাতি __…
ওরে ঝড় নেমে আয় , আয় রে আমার শুকনো পাতার ডালে এই বরষায় নবশ্যামের আগমনের কালে ।। যা উদাসীন , যা প্রাণ…
ওগো নদী, আপন বেগে পাগল -পারা, আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা ।। আমি সদা অচল থা…
এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন ঘরের কোণে, এসো গো। নামিলো শ্রাবনসন্ধ্যা, কালো ছায়া ঘনা…
ওই মালতীলতা দোলে পিয়াল তরুর কোল পুব-হাওয়াতে।। মোর হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোল--- মোর …