Klanti amar khoma koro he provu lyrics (ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু)
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু।। এই -যে হিয়া থরোথরো কাঁপে আজি এমনতরো এই বেদন…
-->
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু।। এই -যে হিয়া থরোথরো কাঁপে আজি এমনতরো এই বেদন…
গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে। দাও আমারে সোনার-বরণ সুরের ধারা ঢেলে।। যে সুর গোপন গুহা …
কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে ওগো, ঘরে ফিরে চলো কনক কলসে জল ভরে।। কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি কর খেল…
গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা ভোলা মনের স্রোতে ভাসা ।। কোথায় জানি ধায় সে বাণী, দিনের শেষ…
জংলা । কাহারবা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়…
যদি তারে নাই চিনি গো সে কি.... সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে? জানি নে, জানি নে যদি তারে নাই …