গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা
ভোলা মনের স্রোতে ভাসা ।।
কোথায় জানি ধায় সে বাণী, দিনের শেষে
কোন ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা -হাসা ।।
এমনি খেলার ঢেউয়ের দোলে
খেলার পারে যাবি চলে
পালের হাওয়ার ভরসা তোমার করিস নে ভয়
পথের কড়ি না যদি রয় সঙ্গে আছে বাঁধন নাশা।।
![]() |
Ganer Velay Lyrics |
Read More:
0 Comments