-->

Amar Jabar Belay Pichu Daake (আমার যাবার বেলায় পিছু ডাকে)

 আমার যাবার বেলায় পিছু ডাকে

ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে।

বাদল প্রাতের উদাস পাখি ওঠে ডাকি।

বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে।

ভরা নদী ছায়ার তলে ছুটে চলে-

খোঁজে কাকেপিছু ডাকে।

আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে

বিদায় প্রাতের উতলাকে পিছু ডাকে।close