Khela Ghar Badhte Legechi Lyrics (খেলাঘর বাঁধতে লেগেছি লিরিক্স)

খেলাঘর বাঁধতে লেগেছি

আমার মনের ভিতরে,

খেলাঘর বাঁধতে লেগেছি।

কত রাত তাই তো জেগেছি

বলবো কী তোরে,

খেলাঘর বাঁধতে লেগেছি।

 

প্রভাতে পথিক ডেকে যায়

অবসর পাই নে আমি হায়,

বাহিরের খেলায় ডাকে সে,

যাব কী করে,

খেলাঘর বাঁধতে লেগেছি

আমার মনের ভিতরে,

খেলাঘর বাঁধতে লেগেছি।

 

যা আমার সবার হেলাফেলা

যাচ্ছে ছড়াছড়ি,

পুরোনো ভাঙা দিনের ঢেলা,

তাই দিয়ে ঘর গড়ি।

যে আমার নতুন খেলার জন

তারি এই খেলার সিংহাসন,

ভাঙারে জোড়া দেবে সে

কিসের মন্তরে,

খেলাঘর বাঁধতে লেগেছি

আমার মনের ভিতরে,

খেলাঘর বাঁধতে লেগেছি।

আরও পড়ুনঃ 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url