রাগ |
মিশ্র জয়জয়ন্তী |
তাল |
দাদরা |
তাই তোমার আনন্দ আমার পর
তুমি তাই এসেছ নিচে _
আমায় নইলে, ত্রিভুবনেশ্বর,
তোমার প্রেম হত যে মিছে।।
আমায় নিয়ে মেলেছ এই মেলা,
আমার হিয়ায় চলছে রসের খেলা,
মোর জীবনের বিচিত্ররূপ ধরে
তোমার ইচ্ছা তরঙ্গিছে।।
তাইতো তুমি রাজার রাজা হয়ে
তবুও আমার হৃদয় লাগি।
0 Comments