Amar Jabar Somoy Holo Nazrul Sangeet Lyrics (আমার যাবার সময় হলো)

 আমার যাবার সময় হ'ল, দাও বিদায়

মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়

আমার যাবার সময় হ'ল, দাও বিদায়

মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়

ফোটে যে ফুল আঁধার রাতে

ঝরে ধূলায়ে ভোর বেলাতে

ফোটে যে ফুল আঁধার রাতে

ঝরে ধূলায়ে ভোর বেলাতে

আমায় তারা ডাকে সাথে, আয়রে আয়

সজল করুণ নয়ন তোল, দাও বিদায়

আমার যাবার সময় হ'ল, দাও বিদায়

অন্ধকারে এসেছিলাম, থাকতে আঁধার যাই চ'লে

ক্ষণিক ভালবেসেছিলে, চিরকালের নাই হ'লে

হ'ল চেনা হ'ল দেখা, নয়ন জলে রইল লেখা

হ'ল চেনা হ'ল দেখা, নয়ন জলে রইল লেখা

দূর বিরহে ডাকে কেকা, বরষায়

ফাগুন-স্বপন ভোল ভোল, দাও বিদায়

আমার যাবার সময় হ'ল, দাও বিদায়

মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়

আমার যাবার সময় হ'ল, দাও বিদায়।

পড়ুনঃ আমি পথ মঞ্জরী ফুটেছি আধাঁর রাতে 

https://www.suronuragi.com/2022/06/amar-jabar-somoy-holo-nazrul-sangeet.html
Amar Jabar Somoy Holo Dao Biday


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url