Kori kemne sohoj shuddho lyrics (করি কেমনে সহজ শুদ্ধ)

Song : Kori kemne sohoj shuddho
Lalon Geeti

করি কেমনে সহজ শুদ্ধ
প্রেম সাধিতে ফাঁপরে উঠে
কামনদীর তুফান।

প্রেম-রত্নধন পাবার আশে
ত্রিবেণীর ঘাট বাঁধলাম কষে,
কামনদীর এক ধাক্কা এসে
কেটে যায় বাঁধন।

বলবো কি সে প্রেমের কথা
কাম হয়েছে প্রেমের লতা,
কাম ছাড়া প্রেম যথাতথা
নয় সে আগমন।

পরম গুরু প্রেমপ্রকৃতি
কাম গুরু হয় নিজ পতি,
কাম ছাড়া প্রেম পায় কি গতি
ভেবে কয় লালন।
Read more : 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url