Se Jane Ar Ami Jani Lyrics (সে জানে আর আমি জানি)

Song: Se jane ar ami jani
Lalon Gitee

সে জানে আর আমি জানি
আর কে জানে মনের কথা,
যার ভাবে মুড়েছি মাথা।

মনের কথা রাখবো মনে
বলবো না তা কারো সনে,
ঋণ শুধিব কতদিনে
সদাই আমার সেই চিন্তা।

সুখের কথা জানে সুখী
দুঃখের কথা জানে দুখী,
পাগল জানে পাগলের বোল
অন্যে কি বুঝিবে তা।

যারে ছিদাম তোরা দুই ভাই
আমার বদ হাল দেখে কাজ নাই,
বিনয় করে বলছে কানাই
লালন পদে রচে তা।Next Post Previous Post
No Comment
Add Comment
comment url