Sohoj manush voje lyrics (সহজ মানুষ ভজে)
Song : Sohoj manush voje
Lalon Geeti
  
  
  
  সহজ মানুষ ভজে
দেখ না রে মন দিব্যজ্ঞানে,
পাবি রে অমূল্য নিধি বর্তমানে।
ভজ মানুষের চরণ দুটি,
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি,
ত্বরায় এই ভেদ লও জেনে।
শুনি ম’লে পাবো বেহেস্তখানা,
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা,
কে ছাড়ে এই ভুবনে।
আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা,
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশুনা,
লালন কয় এই ভুবনে।
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে।
দেখ না রে মন দিব্যজ্ঞানে,
পাবি রে অমূল্য নিধি বর্তমানে।
ভজ মানুষের চরণ দুটি,
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি,
ত্বরায় এই ভেদ লও জেনে।
শুনি ম’লে পাবো বেহেস্তখানা,
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা,
কে ছাড়ে এই ভুবনে।
আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা,
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশুনা,
লালন কয় এই ভুবনে।
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে।