O Mon Re Lyrics (ও মন রে) | Yash and Modhumita

O Mon Re Lyrics (ও মন রে)

অবুঝ এ মন

বোঝে না বারণ

করে উচাটন সারাক্ষণ

বিনিময়ে তোকে চাওয়া

ফিরে পাওয়ার আবেদন

মন বোঝেনা

মন শোনেনা

কারে বলি এ মনের কথা

মন বোঝেনা

মন সহেনা

কারে বলি এ ব্যকুলতা

ও মন েরে ... মন রে...

ও মন েরে ... মন রে...


কথা দেওয়া ছিল

তোমাকে দেখাব

নতুন এক পৃথিবী

কী করে তা ভুলি

তুই তো জানিস

তুই আমারই সবই

জেনে রাখিস

মরণেও আমার

হয়ে তুই থাকবি অন্তরে

হয়ে থাকিস

তই শুধু আমার

দেহ জুড়ে

ও মন েরে ... হে

মন শোনেনা

কারে বলি এ মনের কথা

মন বোঝেনা

মন সহেনা

কারে বলি এ ব্যকুলতা

ও মন েরে ... মন রে...

ও মন েরে ... মন রে...

বিনিময়ে তোকে চাওয়া

ফিরে পাওয়ার আবেদন

O Mon Re Song Info (ও মন রে) | Yash and Modhumita

যশ মধুমিতা জুটি বাংলা সিনেমার অন্যতম পছন্দের জুটি। আর জুটিরই অন্যতম মিউজিক ভিডিও 'ও মন রে'। তানভীর ইভান ও পীরাণ খানের এই গানে যেমন ফুটে উঠেছে যশ মধুমিতার অসাধারণ Chemistry, তেমনই প্রেমের আবেগও অসাধারণ ভাবেই ফুটে উঠেছে।

আরও পড়ুনঃ