Baba cheler tan lyrics | হয়নি বলা ভালোবাসি কত
Song : Baba cheler tan 
Singer : Syed Abdul Hadi
হয়নি বলা ভালোবাসি কতSinger : Syed Abdul Hadi
হয়নি জানা তোমার বুকে কী ক্ষত।
জ্বালাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো,
ছুটে চলেছো অবিরত।
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
ওরে খোকা তুই আমার দু’চোখের মণি
কষ্ট ভুলে যাই বাবা ডাকিস যখনই।
দেখে তোর হাসি
আমি সুখে ভাসি,
দুঃখরা ঝরে যায় তখনই।
খোকা, আয় তুই বুকে এখনই
খোকা, আয় তুই বুকে এখনই।
ঘুম থেকে উঠে তুমি চলে যাও কাজে
কপালের ঘাম পড়ে দু’পায়ের মাঝে।
এতো কিছু ভাবতে কে তোকে বলেছে
চেয়ে দেখ স্বপ্নের নৌকো চলেছে।
ছড়াতে সুখের আলো
রাখতে আমাদের ভালো,
ছুটে চলেছো অবিরত।
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
নিজেকে নিয়ে তুমি ভাবোনি কোনদিন
তোমার কাছে তাই সূর্য সমান ঋণ।
মানুষের চেয়েও ভালো মানুষ হবি তুই
এর চেয়ে বেশি আমি চাইনা কিছুই।
ফোটাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো,
ছুটে চলেছো অবিরত।
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
ওরে খোকা তুই আমার দু’চোখের মণি
কষ্ট ভুলে যাই বাবা ডাকিস যখনই।
দেখে তোর হাসি
আমি সুখে ভাসি,
দুঃখরা ঝরে যায় তখনই।
খোকা, আয় তুই বুকে এখনই
খোকা, আয় তুই বুকে এখনই,
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
Read more  :