Mor Ghumo Ghore Lyrics (মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নম) | Nazrul Geeti

Mor Ghumo Ghore Lyrics (মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নম) | Nazrul Geeti

Song Info

গান

মোর ঘুম ঘোরে এলে

গানের কথা

কাজী নজরুল ইসলাম

রাগ

ভৈরবী

তাল

দাদ্‌রা

Mor Ghumo Ghore Lyrics (মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নম) | Nazrul Geeti

মোর ঘুম ঘোরে এলে মনোহর

নমো নমো, নমো নমো, নমো নমো

শ্রাবণ মেঘে নাচে নটবর

রমঝম, ঝমরম, রমঝম, 

শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন

মোর বিকশিল আবেশে তনু নীপ সম

নিরুপম, মনোরম।

মোর ফুলবনে ছিল যত ফুল

ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর

হায় নিলে না সে ফুল

ছি ছি বেভুল

নিলে তুলি খোঁপা খুলি কুসুম ডোর

স্বপনে কী যে কয়েছি তাই গিয়াছ চলি

জাগিয়া কেঁদে ডাকি দেবতায়

প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম।

https://www.suronuragi.com/2022/09/mor-ghumo-ghore-lyrics-nazrul-geeti.html
মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নমো লিরিক্স


Read More:
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url