Putul Ami Lyrics (পুতুল আমি) | Anupam Roy

ছুঁড়ে ফেলে দে আমায়, 

ছুঁড়ে ফেলে দে আমায়।

আর কত আঘাত বল 

আমায় পেতে হবে?

চাকাহীন হয়ে গাড়ি আমি 

পড়ে আছি কবে, কবে থেকে। 


কুসুম কুসুম শব্দমালা আলোড়িত করে 

লিখে চলেছি তোরই কথা 

অদ্ভুত মনের জোরে, কবে থেকে। 


আর এখন গান, আমার প্রাণ 

আমার প্রাণের থেকে মুছেছিস তোর ঘ্রান,

আর এই গান চায় তুফান 

দারুন ঝড়ের শেষে চাইছি সমাধান। 


ছুঁড়ে ফেলে দে আমায় 

কাছে টেনে নে আমায়,

তোর হাতের পুতুল আমি। 

ছুঁড়ে ফেলে দে আমায় 

বুকে তুলে নে আমায়,

তোর হাতের পুতুল আমি।


আমি ছিলাম ঘুমের ঘরে 

কেন ডাক পাঠালি?

আমি পিছু ডাকিনি 

তুই ঘুরে তাকালি, তাকালি কেন ?


তারপর এলো বসন্ত এই 

ভাঙা বুকের ভেতর,

তোর মুখ তুই ঢাকলি যখন 

শরীর জুড়ে আদর, তাকালি কেন ?


আর এখন গান, দেয় প্রমান 

আমার প্রাণের থেকে মুছেছিস তোর ঘ্রান

হ্যাঁ এই গান, আয়ুশমান 

যত বাড়ছে বয়স হচ্ছি বুদ্ধিমান। 


ছুঁড়ে ফেলে দে আমায় 

কাছে টেনে নে আমায়,

তোর হাতের পুতুল আমি। 

ছুঁড়ে ফেলে দে আমায় 

বুকে তুলে নে আমায়,

তোর হাতের পুতুল আমি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url