Song: Bondho Moner Duar Diyechi Khule
Singer: Asha Bhosle
Composer & Lyricist: Swapan Chakraborty

বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে

এসেছে ফাগুন হাওয়া

এখন সবই দেওয়ার পালা

নেই তো কিছু চাওয়া (২)


বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে


নাইবা রইলো কোন আয়োজন

নেই তো কোন কিছু প্রয়োজন

নাইবা রইলো কোন আয়োজন

নেই তো কোন কিছু প্রয়োজন

মনের মাধুরী মিশিয়ে দিয়েছি

পেয়েছি পরম পাওয়া


বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে


আসুক আঁধারের রাতই

জ্বেলে দেব প্রেমের বাতি

আসুক আঁধারের রাতই

জ্বেলে দেব প্রেমের বাতি

এই তো শুরু জীবন সাগরে

তরণী বেয়ে যাওয়া


বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে

এসেছে ফাগুন হাওয়া

এখন সবই দেওয়ার পালা

নেই তো কিছু চাওয়া


বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে