Song: Jokhon Nirobe Dure
Singer: Anindya Bose
যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে
যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে
তোমায় ছুঁতে চাওয়ার মুহুর্তরা
কে জানে কী আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কী নিবিড়ে
তুমি কি মরীচিকা না ধ্রুবতারা
যখন রোদেরই কণা, ধানেরই শীষে
বিছিয়ে দেয় রোদ্দুর
তোমায় ছুঁতে চাওয়ার মুহুর্তরা
কে জানে, কী আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে দিগন্তে
আমিও ধেয়ে যাই কী আনন্দে
তুমি কি, ভুলে যাওয়া কবিতারা
0 Comments