-->

Kokhono Kakvore lyrics (কখনও কাকভোরে ডাক দিলে আমাকে)


Song: Kokhono Kakvore
Singer: Gourab Dutta
Lyrics: Shreya Roy Choudhury

কখনও কাকভোরে ডাক দিলে আমাকে

বসো মুখোমুখি স্বপ্নের রোয়াকে 

আদরের জল আলমিছি ছুঁয়ে

শহরের ধুলো, ভালোবাসা সয়ে 

সুখটানের ধোঁয়া সরিয়ে

চেনা রাস্তার রং টুকু নিয়ে

যখন ক্যাকোফনি ঘুমিয়ে থাকে

বসো মুখোমুখি স্বপ্নের রকে 


কখনও কাকভোরে ডাক দিলে আমাকে

বসো মুখোমুখি স্বপ্নের রোয়াকে 


কোকিলের ডাক, থাক না থাক

রিংটোনে ফাগুন আমার 

আঙুলের ফাঁকে স্বরলিপি অবাধ

সূর্যের বুক চিরে পায়রারা যাক 

তখন শহর ভীষণ জেগে থাকে

তুমি আমি বসি, স্বপ্নের রোয়াকে