Song : Nodir jemon jhorna ache 
Singer: Arati Mukherjee
Lyricist: Pulak Banerjee

নদীর যেমন ঝর্ণা আছে,
ঝর্ণারও নদী আছে
আমার আছো তুমি শুধু তুমি
আমার আছো তুমি শুধু তুমি
বাঁশির যেমন কৃষ্ণ আছে
কৃষ্ণেরও বাঁশি আছে
আমার আছো তুমি শুধু তুমি..
আমার আছো তুমি শুধু তুমি

যতই থাকো দূরে সরে তোমায় দূরে ভাববো কেন
তোমার আমার মাঝে ওগো
আড়াল তুলে রাখবো কেন
সুখের যেমন দুঃখ আছে
দুঃখের মাঝেও সুখ যে আছে
আমার আছো তুমি শুধু তুমি
আমার আছো তুমি শুধু তুমি

তোমার মধু অভিসারে চিরজনম চলবো আমি
সুরে সুরে, গানে গানে
তোমার কথাই বলবো আমি 
পথের যেমন পথিক আছে
পথিকেরও পথ যে আছে
আমার আছো তুমি শুধু তুমি
আমার আছো তুমি শুধু তুমি