Song: O Kolkata
Singer: Shreya Ghoshal
Lyrics: Srijato

ঘনঘন চাঁদ এসে পড়ে মুখে

নেই ঘুম 

পথে পড়ে থাকা চেনা শব্দের

মরসুম... 


একা জানলায় খুলে রাখা মন

জানে সংলাপ পেরোবে কখন 

চোখে হারিয়েছি গল্পের খাতা


ও কলকাতা, আমার কলকাতা

ও কলকাতা, আমার কলকাতা


ভিড়ে হেঁটে যায় কাগজের মুখ

একা কেউ 

বালি, নীরবতা, গুঞ্জন এসে

ভাঙে ঢেউ ....  


গলির আজ পথে একই চলাচল

মুঠোতে লুকানো রুমালের জল 

প্রিয় বর্ষায় হারায় ছাতা


ও কলকাতা, আমার কলকাতা

ও কলকাতা, আমার কলকাতা


ছোটো ছোটো ভুল, অনেক দূর

সাজা পায় 

ঠিক করে নিতে, এক শতাব্দী

ঘুরে যায়.... 


চেনা নিঃশ্বাসে ক্লান্তির ঘ্রাণ

ভবঘুরে ঠোঁটে নোংড় এর গান 

কে যে ছেড়ে গেল জাহাজ ঘাটা


ও কলকাতা, আমার কলকাতা

ও কলকাতা, আমার কলকাতা