Song: Rokto Diye Nam Likhechi
Lyrics :Abul Kashem Sondip

রক্ত দিয়ে নাম লিখেছি

বাংলাদেশের নাম

মুক্তি ছাড়া তুচ্ছ মোদের

এই জীবনের দাম


সংকটে আর সংঘাতে

আমরা চলি সব একসাথে

জীবন মরণ করে সব

লড়ছি অবিরাম


রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব

রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব

ঘরে ঘরে আজ দূর্গ গড়েছি

বাংলার সন্তান

সইবনা মোরা, সইবনা আর

জীবনের অপমান


জীবন জয়ের গৌরবে,

নতুন দিনের সৌরভে

মুক্ত স্বাধীন জীবন গড়া

মোদের মনস্কাম