Song: Tui Chunli Jakhan
 Singers: Arijit Singh & Shreya Ghoshal
 Lyrics: Dipangshu Acharya

তুই হাসলি যখন

তোরই হল এই মন 

তুই ছুঁলি যখন

তোরই হল এই মন 


দুচোখে আঁকছে শীত

বাহারি ডাকটিকিট 

দুচোখে আঁকলো শীত

বাহারি ডাকটিকিট 

আলসে রোদের চিঠি

পাঠালো পিওন 



ইতিউতি কার্নিশে

আলোছায়া যায় মিশে 

চলো না কুড়োব আবার 

এলোমেলো চেনা রুটে

বসন্ত যায় যাবে, যায় জুটে 

ভালোবেসে জীবন কাবার 


গুঁড়ো গুঁড়ো করিডরে

চুপিসারে পাতা ওড়ে 

আজ বাতাসও মাতাল 

বেপরোয়া হাফ ছুটি

মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি

ভালোবেসে উথাল পাথাল 


এত কথা বলি যাকে

চিনি আমি, চিনি তাকে 

চোখে চোখে কথোপকথন 


তুই ছুঁলি যখন

তোরই হল এই মন 

তুই হাসলি যখন

তোরই হল এই মন 


দুচোখে আঁকছে শীত

বাহারি ডাকটিকিট 

দুচোখে আঁকলো শীত

বাহারি ডাকটিকিট 

আলসে রোদের চিঠি

পাঠালো পিওন