Tumi Ashe Pashe Thakle lyrics (তুমি আশে পাশে থাকলে)

 

Song: Tumi Ashe Pashe Thakle
Singers: Nakash Aziz, Monali Thakur
Lyrics: Prasen

তুমি আশে পাশে থাকলে

তুমি আশেপাশে থাকলে

কত খুশি খুশি থাকছি

আর যাচ্ছি ভুলে আমি, কে কোথায়


তুমি অল্পস্বল্প চাইলে

আরও একটু বেশি থাকছি

আর খামখেয়ালী আঁকছি সারা গায়


এই দিন যদি না থামে

এই রাত যদি না শেষ হয়

তুমি নীলচে কোন খামে

আমায় মোড়ালে বেশ হয়

পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়

হায় হায়


তুমি আশেপাশে থাকলে

কত খুশি খুশি থাকছি

আর যাচ্ছি ভুলে আমি, কে কোথায়


তুমি অল্পস্বল্প চাইলে

আরও একটু বেশি থাকছি

আর খামখেয়ালী আঁকছি সারা গায়


চাঁদ উঠেছে, ফুল ফুটেছে

কদম তলায় কে

হাতি নাচছে, ঘোড়া নাচছে

সোনামনির বে (বিয়ে)


মিলছে ইশারা, মিলছে নিশানা

দিশাহীন এই অবাক দুটো মনের


মিলছে ইশারা, মিলছে নিশানা

দিশাহীন এই অবাক দুটো মনের


থাকতে কথা দাও, রাখতে কথা দাও

এভাবেই যেন যাই চলে দু'জনে


এই দিন যদি না থামে

এই রাত যদি না শেষ হয়

তুমি নীলচে কোন খামে

আমায় মোড়ালে বেশ হয়

পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়

হায় হায়


তুমি আশেপাশে থাকলে

কত খুশি খুশি থাকছি

আর যাচ্ছি ভুলে আমি, কে কোথায়


তুমি অল্পস্বল্প চাইলে

আরও একটু বেশি থাকছি

আর খামখেয়ালী আঁকছি সারা গায়



চাঁদ উঠেছে, ফুল ফুটেছে

কদম তলায় কে

হাতি নাচছে, ঘোড়া নাচছে

সোনামনির বে (বিয়ে)


বলছে দুটো চোখ, হচ্ছে দেখা হোক

থেকো না আর চিন্তা চিন্তা মনে


আসবো বলেছি, ভালোবাসবো বলেছি

যেও না তুমি পালিয়ে গোপনে


এই দিন যদি না থামে

এই রাত যদি না শেষ হয়

তুমি নীলচে কোন খামে

আমায় মোড়ালে বেশ হয়

পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়

হায় হায়


তুমি আশেপাশে থাকলে

কত খুশি খুশি থাকছি

আর যাচ্ছি ভুলে আমি, কে কোথায়


তুমি অল্পস্বল্প চাইলে

আরও একটু বেশি থাকছি

আর খামখেয়ালী আঁকছি সারা গায়


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url