Amala Kamala Sohoje Joler Kole Lyrics (অমল কমল সহজে জলের কোলে) | Rabindra Sangeet

Amala Kamala Sohoje Joler Kole Lyrics (অমল কমল সহজে জলের কোলে) | Rabindra Sangeet 

রাগ: বেহাগ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ

অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া,

ফিরে না সে কভু "আলয় কোথায়' ব'লে ধুলায় ধুলায় লুটিয়া ॥

          তেমনি সহজে আনন্দে হরষিত

          তোমার মাঝারে রব নিমগ্নচিত,

পূজাশতদল আপনি সে বিকশিত সব সংশয় টুটিয়া ॥

কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু,   শুধাব না কোনো পথিকে-

তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু,   যখন ফিরিব যে দিকে।

          চলিব যখন তোমার আকাশগেহে

          তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে,

তোমার পবন সখার মতন স্নেহে   বক্ষে আসিবে ছুটিয়া।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url