Evabe Ke Dake Lyrics (এভাবে কে ডাকে) | Chengiz
Evabe Ke Dake (এভাবে কে ডাকে) Song Info:
Music Composer: Kaushik-Guddu
Singer: Arijit Singh
Choreographer: Imran Sardhariya
Additional Lyrics: Kaushik-Guddu
Music Production: Kaushik-Guddu, ZIA, and Prachotosh Bhowmick(Appai)
Voice Mix and Song Mastered by: Eric Pillai @FSOB Studio
Assistant Engg: Michael Edwin Pillai
Track mixed by: ZIA
Project Manager: Prateek Gupta
Evabe Ke Dake Lyrics (এভাবে কে ডাকে)
এভাবে কে ডাকে
এভাবে কে ডাকে
ও... এভাবে কে ডাকে
সোনার কাঠি রুপোর কাঠির ছোঁয়ায়
করলি এ কি হারিয়েছি আমায়
ধোঁয়ায় ধোঁয়ায়।
এভাবে কে আঁকে
দিনেরা রাত, রাতেরা দিন লাগে
যেন ঘুমেরা নেই
এভাবে কে ডাকে
ও... এভাবে কে ডাকে
সোনার কাঠি রুপোর কাঠির ছোঁয়ায়
করলি এ কি হারিয়েছি আমায়
ধোঁয়ায় ধোঁয়ায়।
এভাবে কে আঁকে
দিনেরা রাত, রাতেরা দিন লাগে
যেন ঘুমেরা নেই
নেই রে আমার ভাগে
হয়নি আগে।
পৃথিবী থামেনা যেমন
এই ছবি হোক সেরকম
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
মন আমার ব্যস্ত তোরই দুনিয়ায়
কাছাকাছি আয়, কানামাছি আয়
আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
লেখা হোক মিষ্টি এক সে কবিতায়
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়
এভাবে কে ডাকে
হুমম... এভাবে কে ডাকে।
তোর আসতে হলে দেরি
হয়ে দিশেহারা ঘুড়ি
এদিকে মনের তরী ভীষণ তাড়ায়।
ভাবো পথভোলা নাবিক
তুই ঠিক করে দিবি দিক
জানি ঝিনুক মুক্ত মানিক
তোকেই মানায়
এভাবে কে ডাকে
উড়াল মাদুর উড়ান দিয়েই থাকে
রোজ রুটিনের হাজার কাজের ফাঁকে
চাইছি তোকে
পৃথিবী থামে না যেমন
এই ছবি হোক সেরকম
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
মন আমার ব্যস্ত তোরই দুনিয়ায়
কাছাকাছি আয়, কানামাছি আয়
আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
লেখা হোক মিষ্টি এক সে কবিতায়
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়
এভাবে কে ডাকে
ও ও.. এভাবে কে ডাকে
এভাবে কে ডাকে।
হয়নি আগে।
পৃথিবী থামেনা যেমন
এই ছবি হোক সেরকম
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
মন আমার ব্যস্ত তোরই দুনিয়ায়
কাছাকাছি আয়, কানামাছি আয়
আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
লেখা হোক মিষ্টি এক সে কবিতায়
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়
এভাবে কে ডাকে
হুমম... এভাবে কে ডাকে।
তোর আসতে হলে দেরি
হয়ে দিশেহারা ঘুড়ি
এদিকে মনের তরী ভীষণ তাড়ায়।
ভাবো পথভোলা নাবিক
তুই ঠিক করে দিবি দিক
জানি ঝিনুক মুক্ত মানিক
তোকেই মানায়
এভাবে কে ডাকে
উড়াল মাদুর উড়ান দিয়েই থাকে
রোজ রুটিনের হাজার কাজের ফাঁকে
চাইছি তোকে
পৃথিবী থামে না যেমন
এই ছবি হোক সেরকম
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
মন আমার ব্যস্ত তোরই দুনিয়ায়
কাছাকাছি আয়, কানামাছি আয়
আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
লেখা হোক মিষ্টি এক সে কবিতায়
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়
এভাবে কে ডাকে
ও ও.. এভাবে কে ডাকে
এভাবে কে ডাকে।
Evabe Ke Dake Lyrics (এভাবে কে ডাকে) In English:
Whom to send like thisWhom to send like this
Whom to send like this
Touch of gold quill
What have I lost
Smoke smoke
Who draws like this
It takes days and nights
As if there is no sleep, there is no part of me
Didn't happen before.
Like the world stopped
This picture should be like that.
Love comes, love come
My mind is busy with your world,
Close income
Join our story in the air,
Love comes, love come
Let it be written in a sweet poem,
Love comes, love come
Can't live without you anymore,
Whom to send like this
Hm. Who called like this
If you come late
Becoming a misguided horse,
Meanwhile, my heart was very hot.
Think wayfarer
You fix the direction
Jani Jhinook Free Maniq
Tokei Manaay..
Whom to send like this?
Flying moth keeps on flying
In the gap of thousand tasks of daily routine
I want you
Like the world didn't stop
This picture should be like that..
Love comes, love come
My mind is busy with your world,
Close income
Join our story in the air,
love comes, love come
Let it be written in a sweet poem,
Love comes, love come
Can't live without you anymore,
Whom to call like this..?
And who. Whom did you send like this?
Whom to call like this?