Eshwar Lyrics | Priyotoma

Eshwar Song Info

Song : Eshwar
Film : Priyotoma
Singer : Riyad
Lyrics : Shomeshwar Oli
Composition : Prince Mahmud
Director : Himel Ashraf

Eshwar Lyrics

তুমি এই রোদের মতো
আমি তোমায় মাখছি গো
তুমি এই মেঘের মতো
বৃষ্টির আশায় থাকছি গো।
ভাবি যেতে যেতে থেমে
সেই দেখা শেষ দেখা না হোক
তোমার আমার প্রেমে
আমি কি একাই স্মৃতির বাহক। (২)

তুমি সব ভালো আমার
তুমি সব আলো আমার
অন্ধকার তো না
তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা
ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতোনা
ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতো না?

তোমার সেই সবুজ পাহাড়
একটু কি রং হারাচ্ছে তা
মন খারাপের বিলাপ শোনো
গাছ ফুল পাখি লতাপাতা। (২)

এই ধূসর প্রখর জমিনে
আমি পথ হারা তোমা বিনে
শুনতে কি পাও না আর্তনাদ

ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতো না
ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতো না?

Eshwar Video Song

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url