Amar Din Phuralo Lyrics (আমার দিন ফুরালো)

Amar Din Phuralo Song Info 

রাগ: দেশ-মল্লার

তাল: দাদরা

Amar Din Phuralo Lyrics

আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে

গহন মেঘের নিবিড় ধারার মাঝে।

বনের ছায়ায় জলছলছল সুরে

হৃদয় আমার কানায় কানায় পূরে।

ক্ষণে ক্ষণে ওই গুরুগুরু তালে তালে

গগণে গগণে গভীর মৃদঙ বাজে।

কোন্‌ দূরের মানুষ যেন এল আজ কাছে,

তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।

বুকে দোলে তার বিরহব্যথার মালা

গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।

মনে হয় তার চরণের ধ্বনি জানি-

হার মানি তার অজানা জনের সাজে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url