Alada Alada Sob Lyrics (আলাদা আলাদা সব) | Anupam Roy

Alada Alada Song Info

Song: Alada Alada
Music & Lyrics: Anupam Roy
Singer: Anupam Roy
Guitar, programming, mixing & mastering: John Paul

Alada Alada Lyrics

আমি আবার ক্লান্ত পথচারী,
এই কাঁটার মুকুট লাগে ভারী,
গেছে জীবন দুদিকে দুজনারই,
মেনে নিলেও কি মেনে নিতে পারি?
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই 

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়
কেমন যেন আলাদা আলাদা সব।

কুয়াশা ভেজা নামছে সিঁড়ি
অনেক নীচে জল
সেখানে এক ফালি চাঁদ ভাসছে
করছে টলমল।
তাকে বাঁচাব বলে, জলে নেমেও
বাঁচাতে পারি না।

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়
কেমন যেন আলাদা আলাদা সব।

কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি
কী এসেছি ফেলে?
বরফে ঢেকেছে শয্যা আমার
কখন অবহেলে?
কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া
বুঝতে পারি না।

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়
কেমন যেন আলাদা আলাদা সব।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url