Hasli Keno Bol Lyrics (হাসলি কেন বল)

Hasli Keno Bol Lyrics Info

Song : Hasli keno bol
Music Composer : Jeet Gannguli
Singeer : Jeet Gannguli
Lyrics : Prosen
Programming : Madhav Deka
Guitars : Ishan
Recorded mixed n mastered at Playhead studio by Rupjit Das

Movie Name: Projapati 2

Hasli Keno Bol Lyrics

না তাকাতেই হাসলি কেন বল

না বলাতেই কাঁদলি কেন বল

না তাকাতেই হাসলি কেন বল

না বলাতেই কাঁদলি কেন বল

কিছুটা অসুখ কিছুটা ওষুধ 

তোর বায়না হয়ে থেকে যাব চল

কিছুটা অসুখ কিছুটা ওষুধ 

তোরই বায়না হয়ে থেকে যাব চল

না তাকাতেই হাসলি কেন বল

না বলাতেই কাঁদলি কেন বল।


সাদা মাটা এই মনটা নিয়ে 

খেলে যাবি কত আর

হাঁটাহাটি গুলো যাক এগিয়ে 

কাছাকাছি বারবার

হয়ে যা তুই পা ডোবানো জল

নয় তো আমার ইচ্ছে গাছের ফল

না তাকাতেই হাসলি কেন বল

কিছু না বলাতেই কাঁদলি কেন বল


চুপি চুপি আমি কুড়িয়ে নিব

তোর হারানো রুমাল 

ভালোবাসা লিখে ফিরিয়ে নিব

জানি দেখা হবে কাল

হয়ে যা তুই আবির মাখার ছল

নয়তো আমার বুকের কোলাহল 

না তাকাতেই হাসলি কেন বল

কিছু না বলাতেই কাঁদলি কেন বল।




Previous Post
No Comment
Add Comment
comment url