Jeno Kichu Mone Korona Lyrics (যেন কিছু মনে কোরো না)
Jeno Kichu Mone Korona Lyrics Info
The song was sung by Akhilbandhu Ghosh (অখিলবন্ধু ঘোষ). He was a Bengali singer from Kolkata. He is considered as one of the greatest exponents of Bengali classical-based vocal music.
Jeno Kichu Mone Korona Lyrics
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।
কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।
চোখদুটি ভোরো না অভিমানী আঁখিজলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।
সব কথা, গঞ্জনা মানো শুধু খেলাছলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।
কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।
চোখদুটি ভোরো না অভিমানী আঁখিজলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।
সব কথা, গঞ্জনা মানো শুধু খেলাছলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
আরও পড়ুনঃ জানি না সে হৃদয়ে কখন এসেছে
Jeno Kichu Mone Korona Lyrics
Don't mind
If someone says something
How much you have to go
If you love-
Don't mind
If someone says something
If someone sees, come this way.
Don't listen to anything he says, no matter what.
If someone sees, come this way.
Don't listen to anything he says, no matter what.
Don't let your eyes be filled with arrogant tears.
Don't mind
If someone says something
How much you have to go
If you love-
When the clouds come, the clouds come.
When So I say, if you get hurt, don't break down.
There is no notation, don't make mistakes in the song.
All the words, just listen to the music.
Don't think about anything
If someone says something
No matter how much you have to endure
If you love-