About

শত দুঃখের মধ্যেও সঙ্গীত হৃদয়কে স্পর্শ করে।

যারা সুরকে ভালোবাসে, সুরের প্রতি যাদের অনুরাগ রয়েছে, গানের কথা যাদের হৃদয় ছুঁয়ে যায়, তাদের প্রয়োজনের নিমিত্তেই তৈরি করা হয়েছে লিরিক্স নির্ভর ওয়েবসাইট সুর অনুরাগী। 
এই বাংলায় রবীন্দ্রনাথ করেছে বিশ্বজয়
এই বাংলায় নজরুল লিখে বিদ্রোহী জ্বালাময়
এই বাংলায় বিদ্যাসাগর যুগের সূচনা
সত্যজিতের পথের পাঁচালি ইতিহাস রচনা। 
এই বাংলায় সালাম রফিক বরকত তোরই ছেলে
ভাষার জন্য বারুদের মুখে এগোয় হেসে খেলে।
সকলের হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, মননে-মানসে লালন। তাই এই সাইটের বেশিরভাগ গানের কথাই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং লালন শাহের। পাশাপাশি বিখ্যাত গীতিকারদের গানের কথাও রয়েছে।

এছাড়াও পুরনো ও নতুন ছায়াছবি সহ বিখ্যাত গানের এক অফুরন্ত ভান্ডারে পরিপূর্ণ সুর অনুরাগী ওয়েব পেজটি।

আপনার জন্যই তৈরি করা সাইটটি। পাশে থেকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শব্দহীন পরিবেশে সংগীত মনের ভাঁজে ভাঁজে সুর ছড়ায়।
No Comment
Add Comment
comment url