শিল্পীঃ খালিদ হাসান মিলু
ছায়াছবিঃ বাবা কেন চাকর
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন।
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম।
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম।
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন,
আমার মত এত সুখী নয়তো কারো
জীবন
নয়তো কারো জীবন।
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়।
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা একন।
আমার মত এত সুখী নয়তো কারো
জীবন
কি আদর স্নেহ ভালবাসায়
ঝরালো মায়ার বাঁধন
ঝরালো মায়ার বাঁধন,
ঝরালো মায়ার বাঁধন ।
Amar moto eto sukhi lyrics English Lyrics:
Someone's life is as happy as mine
What care, affection, love, Maya Bandhan.
I know when this bond is broken
My death will come.
Someone's life is as happy as mine
Or someone's life.
I held as many flowers as I could on my chest
What did I get without cutting that flower
The irony of fate is its name.
I held as many flowers as I could on my chest
What did I get without cutting that flower
The irony of fate is its name.
Why again and again to destiny
People who lose,
Someone's life is as happy as mine
Or someone's life.
The shelf of despair all around
What a hope this playhouse is
The storm came to break the dream.
The shelf of despair all around
What a hope this playhouse is
The storm came to break the dream
Why Mamta cries and dies
Akon speaks of pain.
Someone's life is as happy as mine
What caress, affection, love, Maya Bandhan
Jharalo Maya Bandhan,
Jharalo Maya Bandhan.
1 Comments
কার কথা
ReplyDeleteকার সুর
কার গাওয়া
কিছুই জানা গেলো না।