মায়াবন বিহারিণী হরিনী,
গহন-স্বপন-সঞ্চারিণী।
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারিণী।
থাক্ থাক্ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে ।
থাক্ থাক্ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে ।
পরশ করিব ওর প্রাণমন অকারণ।
মায়াবন বিহারিণী।
চমকিবে ফাগুনেরও পবনে,
পশিবে আকাশ বাণী শ্রবণে
চমকিবে ফাগুনেরও পবনে
চিত্ত আকুল হবে অনুখন অকারণ।
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব।
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব ।
বাঁধন-বিহীন সেই, যে বাঁধন অকারণ।
মায়াবন বিহারিণী,
মায়াবন বিহারিণী হরিনী,
গহন-স্বপন-সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে, করি পণ অকারণ
মায়াবন বিহারিণী।
Read More:
5 Comments
wow....very nice blog.....
ReplyDeleteplz visit my blog also
https://kidscricketcoaching.blogspot.com/2020/05/episode-13-drive-shot-19052020.html
Thank you
DeleteNice post
ReplyDeleteThank you
Deleteবানান শুদ্ধ করে জেনে বাংলা গান লিখবেন?😭😭😭
ReplyDelete