সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো,
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র পড়ে পাগল করিল
সোনা বন্ধে-
ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো,
সোনা বন্ধে আমারে পাগল করিল।
রুপের ঝলক দেখিয়া
তার আমি হইলাম ফানা।
রুপের ঝলক দেখিয়া
তার আমি হইলাম ফানা।
সে অবধি লাগলো আমার
শ্যাম পিরিতের টানা ।
সে অবধি লাগলো আমার
শ্যাম পিরিতের টানা ।
সোনা বন্ধে -
ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
হাসান রাজা পাগল হইল
লোকের হইলো জানা।
হাসন রাজা পাগল হইল
লোকের হলো জানা।
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা।
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা।
সোনা বন্ধে -
ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল ।
রুপ চাহিয়া হাসে আমার
যত আরি পারি।
রূপ চাহিয়া হাসে আমার
যত আরি পারি।
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি।
সোনা বন্ধে
ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র পড়ে পাগল করিল
সোনা বন্ধে -
ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
Read: Tumi Bondhu Kala Pakhi Lyrics | Shada Shada Kala Kala
![]() |
সোনা বন্দে আমারে পাগল করিল |
আশা করি উপকৃত হয়েছেন। আরও লিরিক্স পড়ুনঃ
0 Comments