Onek Kotha Jao Je Bole Lyrics (অনেক কথা যাও যে বলে লিরিক্স)

 অনেক কথা যাও যে 'লে কোনো কথা না বলি,

তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি।

অনেক কথা যাও যে 'লে কোনো কথা না বলি

যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে

যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে

চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী

তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি

অনেক কথা যাও যে 'লে কোনো কথা না বলি

আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে

তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে

আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে

তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে

তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে

তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে

নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি

তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি

অনেক কথা যাও যে 'লে কোনো কথা না বলি

তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি

অনেক কথা যাও যে 'লে কোনো কথা না বলি।


আরও পড়ুনঃ

- তোমায় গান শোনাব লিরিক্স

- নয় নয় এ মধুর খেলা লিরিক্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url