Je Rate Mor Duar Guli Lyrics (যে রাতে মোর দুয়ার গুলি লিরিক্স)

যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে,

জানি নাই তো তুমি এলে আমার ঘরে

সব যে হয়ে গেলো কালো,

নিবে গেল দ্বীপের আলো

আকাশপানে হাত বাড়ালেম কাহারো তরে,

জানি নাই তো তুমি এলে আমার ঘরে

অন্ধকারে রইনু পড়ে,

স্বপন মানি

ঝড় যে তোমার জয়ধ্বজা,

তাই কি জানি !

সকালবেলায় চেয়ে দেখি,

দাঁড়িয়ে আছ, তুমি একি !

ঘরভরা মোর শূন্যতার- বুকের ওপরে ।

জানি নাই তো তুমি এলে আমার ঘরে


আরও পড়ুনঃ

অনেক কথা যাও যে বলে লিরিক্স

তোমায় গান শোনাব লিরিক্স

নয় নয় এ মধুর খেলা লিরিক্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url