Tumi Robe Nirobe Lyrics (তুমি রবে নীরবে হৃদয়ে মম লিরিক্স)

তুমি রবে নীরবে,

হৃদয়ে মম,

তুমি রবে নীরবে

নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী-সম।

তুমি রবে নীরবে

হৃদয়ে মম,

তুমি রবে নীরবে

মম জীবন যৌবন

মম অখিল ভুবন

তুমি ভরিবে গৌরবেনিশীথিনী-সম।

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে

জাগিবে একাকী তব করুণ আঁখি

তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি

জাগিবে একাকী তব করুণ আঁখি

তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি

মম দুঃখবেদন

মম সফল স্বপন

মম দুঃখবেদন

মম সফল স্বপন

তুমি ভরিবে সৌরভেনিশীথিনী সম।

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে

নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম।

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে।



আরও পড়ুনঃ

যে রাতে মোর দুয়ার গুলি লিরিক্স

অনেক কথা যাও যে বলে লিরিক্স

তোমায় গান শোনাব লিরিক্স

নয় নয় এ মধুর খেলা লিরিক্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url