-->

Choto Choto Swapner Nil Megh Hotat Bristi Movie Lyrics (ছোট ছোট স্বপ্নের নীল মেঘ)

Song : Choto Choto Swapner Nil Megh

Singer: Naciketa

Lyrics: Naciketa

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা

সৃষ্টি বা অনাসৃষ্টি

তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি

এ যেন হঠাৎ বৃষ্টি

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

কখনো আলো-ছায়ার খেলা

কখনো শুধুই আঁধার

কখনো আলো-ছায়ার খেলা

কখনো শুধুই আঁধার

কোথাও থামে ভেজা সহনি

কোথাও ফুলের বাহার

কোথাও চেতনা পাহাড় ভাঙে

কোথাও বিপন্ন কৃষ্টি

তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি

এ যেন হঠাৎ বৃষ্টি

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

কখনো হৃদয় ভাঙার খেলা

কখনো সেতু গড়ার

কখনো হৃদয় ভাঙার খেলা

কখনো সেতু গড়ার

কখনো নিজ নিকেতনে মন

কখনো কখনো সবার

কোথাও চাওয়ার হিসেব মেলে না

কোথাও না পেয়ে সন্তুষ্টি

তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি

এ যেন হঠাৎ বৃষ্টি

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা

সৃষ্টি বা অনাসৃষ্টি

তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি

এ যেন হঠাৎ বৃষ্টি

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

কখনো রোদ্দুর বৃষ্টি

Read: Tumi Bondhu Kala Pakhi Lyrics | Shada Shada Kala Kala

আরও পড়ুনঃ

https://www.suronuragi.com/2022/06/choto-choto-swapner-nil-megh-hotat.html