Song: Ghum ase na
Singer:Naciketa
Lirics: Naciketa
ঘুম আসেনা
ঘুম আসে না
দু'নয়নে অবিরত চেনা মুখ কত শত
ভীড় করে হয়ে যায় আয়না
ঘুম আসেনা
ঘুম আসে না
নিঝুম এ রাত, সুদূরে প্রভাত
ভিজে চোখ গুনে যায় ভাবনার ধারাপাত
কখনো এ পথ বেয়ে
বিভাসের সুর গেয়ে
সূর্যের রং নিয়ে কেউ আসেনা
দু'নয়নে অবিরত, চেনা মুখ কত শত
ভীড় করে হয়ে যায় আয়না
ঘুম আসেনা
ঘুম আসে না
দিন যায় আশায়
না আসার ছলনায়
ভেবে ভেবে দিশাহারা
মন উজানে খেয়া বায়
জানিনা সে ভাঙ্গা তরী
সাগরে যে দিল পাড়ি
সাগর কি পাবে খুঁজে
কেউ জানেনা
দু'নয়নে অবিরত, চেনা মুখ কত শত
ভীড় করে হয়ে যায় আয়না
ঘুম আসেনা
ঘুম আসে না
আরও পড়ুনঃ
0 Comments