-->

Emon jodi hoto ami pakhir moto joler gan lyrics (এমন যদি হতো আমি পাখির মত)

Emon Jodi Hoto Lyrics by Joler Gaan 
Lyrics & Tune : Rahul  Anondo

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

পালাই বহুদূরে

ক্লান্ত ভবঘুরে

ফিরবো ঘরে কোথায় এমন ঘর

বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

হঠাৎ ফিরে দেখি

নিজের মুখোমুখি

শূন্য ভীষণ শূন্য মনে হয়

কী আর এমন হবে

কে পেয়েছে কবে

কী আর এমন হবে

কে পেয়েছে কবে

স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

হতাম যদি রঙ্গিন প্রজাপতি

ফুলে ফুলে মাতামাতি

হতাম যদি রঙ্গিন প্রজাপতি

ফুলে ফুলে মাতামাতি

দিনের আলো কাটে উড়ে উড়ে

তোমার আমার গানের সুরে

বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

আরও পড়ুনঃ

https://www.suronuragi.com/2022/06/emon-jodi-hoto-ami-pakhir-moto-joler.html