Ek je chilo sonar konna megh boron kesh lyrics (একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ)

Song : Ek je chilo sonar konna megh boron kesh
Singer: Subir Nandi

একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি
কন্যার ছিল দীঘল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল...
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
হাত খালি... গলা খালি
কন্যার নাকে... নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল...
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও গড়াইয়া চলি
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও গড়াইয়া চলি
সবুজ বরণ লাউ ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে
আমার মন আনচান করে
সবুজ বরণ লাউ ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন 


The Free Site!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url