Tomay Hrid Majhare Rakhbo Lyrics (তোমায় হৃদ মাঝারে রাখবো)

Tomay Hrid Majhare Rakhbo Lyrics Info

বাংলা লোকসংগীতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাবগভীর রচনা। নিচে গানটি সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য দেওয়া হলো—

গানের মৌলিক তথ্য

গীতিকার/রচয়িতা: ফকির লালন শাহ
ধারা: বাউল গান / লালনগীতি
ভাষা: বাংলা (লোকভাষা ও দার্শনিক উপমা সমৃদ্ধ)
বিষয়বস্তু: গৌরচেতনা, ভক্তি, মানবদেহে ঈশ্বর অনুসন্ধান

Tomay Hrid Majhare Rakhbo Lyrics

ওরে ছেড়ে দিলে সোনার গৌর
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আমরা আর পাব না, আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাবো না না না, আর পাবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ভূবনো মোহনো গোরা..
কোন মণিজনার মনোহরা (x2)
মণিজনার মনোহরা।
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি।
যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে,
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

যাবো ব্রজের কুলে কুলে..
যাবো ব্রজের কুলে কুলে
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি।
ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে।
চলে গেলে, চলে গেলে যেতে দেবো না,
না না, যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে (x2)
ভয় কি তার ব্রজের কুলে।
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে,
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাব না না না আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

Read More :

গানটির বিশ্লেষণ:

“সোনার গৌরখ্যাপা” বলতে কী বোঝানো হয়েছে?

এখানে “গৌর” বলতে সাধারণভাবে শ্রীচৈতন্যদেব বা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতীকী রূপ বোঝানো হয়।

“খ্যাপা” শব্দটি বাউল দর্শনে সেই মানুষকে বোঝায়, যিনি সংসারের নিয়ম ভেঙে ঈশ্বরপ্রেমে উন্মাদ।

“সোনার গৌর” মানে আধ্যাত্মিক আলোকময় সত্তা—মানবহৃদয়ে বিরাজমান ঈশ্বরপ্রেম।


গানের ভাবার্থ (সংক্ষেপে)

এই গানে লালন ফকির বলছেন—

যদি হৃদয়ের ভেতরে থাকা গৌরচেতনাকে ছেড়ে দেওয়া হয়,
তাহলে আর কখনো সত্য, প্রেম ও মুক্তির স্বাদ পাওয়া যাবে না।

তাই এই ঈশ্বরপ্রেমকে হৃদয়ের মাঝারে ধরে রাখতে হবে, কখনো ত্যাগ করা যাবে না।


দর্শন ও গুরুত্ব


গানটি বাউল দর্শনের মূল কথা তুলে ধরে—

“মানুষের মধ্যেই ঈশ্বর, বাইরে খোঁজার দরকার নেই।”



দেহতত্ত্ব, প্রেমতত্ত্ব ও সহজিয়া সাধনার গভীর ইঙ্গিত আছে।

লালনের মানবতাবাদী ও সাম্প্রদায়িকতাবিরোধী চিন্তার প্রতিফলন এই গানে স্পষ্ট।


সাংস্কৃতিক গুরুত্ব


এই গানটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাউল সাধক ও লোকসংগীতশিল্পীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

বিভিন্ন সময় বহু শিল্পী নিজস্ব ভঙ্গিতে গানটি পরিবেশন করেছেন।


https://www.suronuragi.com/2022/07/tomay-hrid-majhare-rakhbo-lyrics.html
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url