Ghum Ghum Chokhe Dekhi Ami Tomake Lyrics

Song: Ghum Ghum Chokhe | ঘুম ঘুম চোখে 
Singer: Imran Mahmudul 
Lyrics: Jamal Hossain 

ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে বোঝাতে পারিনা
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা
তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা
এই পৃথিবীতে তুই তোরই তুলনা
তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা
এই পৃথিবীতে তুই তোরই তুলনা
ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা।

মন ছুটে গেলে তোকে পেলে
কিছুই লাগে না ভালো
এ আমার কি যে হলো
মন ছুটে গেলে তোকে পেলে
কিছুই লাগে না ভালো
এ আমার কি যে হলো
মন পড়ে রয় তোরই মাঝে
কেন তা জানিনা।
ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই
বলে শুধু দেখ না।
ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা
ও হো হো হো না না.. বোঝাতে পারিনা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url