Dhire Dhire Tor Sopne Lyrics (ধীরে ধীরে তোর স্বপ্নে)
Song – Dhire Dhire
Singer – Emon Chowdhury, Luipa
Lyricist – Robiul Islam Jibon
Tune and Music – Emon Chowdhury
ধীরে ধীরে তোর স্বপ্নে
আমি কখন যে জড়িয়ে গেলাম
ফিরে ফিরে তোর গল্পে
আমি কখন যে ছড়িয়ে গেলাম
তোর কথা ভেবে ভেবে দু চোখে রাত হয় ভোর
লেগে থাকে এ মনের শরীরে ভালো লাগা ঘোর
যত দূরে যাবে এপথ
আমি ছায়া হব ও তোর(২)
মনে মনে তোকে মন দিয়েছি
ক্ষণে ক্ষণে তোর পিছু নিয়েছি
জানে আকাশ জানে বাতাস জানে শত প্রহর(২)
তোর কথা ভেবে ভেবে দু চোখে
রাত হয় ভোর
লেগে থাকে এ মনের শরীরে
ভালো লাগা ঘোর
যত দূরে যাবে এপথে
আমি ছায়া হবো তোর
ধীরে ধীরে তোর স্বপ্নে
আমি কখন যে জড়িয়ে গেলাম
ফিরে ফিরে তোর গল্পে
আমি কখন যে ছড়িয়ে গেলাম
তোর কথা ভেবে ভেবে দু চোখে
রাত হয় ভোর
লেগে থাকে এ মনের শরীরে
ভালো লাগা ঘোর
যত দূরে যাবে এপথে
আমি ছায়া হবো তোর
যত দূরে যাবে এপথে
আমি ছায়া হবো তোর
Read More: