-->

Am Bagane Iter Vata Lyrics (আম বাগানে ইটের ভাটা লিরিক্স)

আম বাগানে .... 
ইটের ভাটা...... 
হচ্ছে আমার..... 
মিছেই হাটাঁ
আম বাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছেই হাটাঁ

বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মত না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না,
বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মত না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না

নদীর বুকে ....
দালান কোঠা...
তোমার মুখে.....
তালা আটা
নদীর বুকে দালান কোঠা তোমার মুখে তালা আটা

বন্ধু তুমি ভরানদীর জোয়ার ভাটা না
ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না,
বন্ধু তুমি ভরানদীর জোয়ার ভাটা না
ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না

গানে গানে...
হচ্ছে কথা....
তাবীজ কবজ....
সবই বৃথা
গানে গানে হচ্ছে কথা তাবীজ কবজ সবই বৃথা

বন্ধু তুমি আমার হাতের দোতারাটা না
গানো পোকা চেচায় তবু তুমি আসো না,
বন্ধু তুমি আমার হাতের দোতারাটা না
গানো পোকা চেচায় তবু তুমি আসো না

বন্ধু তুমি ভরানদীর জোয়ার ভাটা না
ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না
বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মত না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না.... 
বন্ধু তুমি আসো না... 
বন্ধু তুমি আসো না...........
আরও পড়ুনঃ