Adhare Valobesona | Nishithe Nivrite Lyrics (আঁধারে ভালোবেসোনা)
Adhare Valobesona Song Info
Adhare Valobesona | Song | Odvut To Apni | Tanjin Tisha | Khairul Basar | Sajid Sarker | Shafin 
Song: Adhare Valobesona 
Lyrics, Tune & Singer: Ibrahim Kamrul Shafin 
Music : Sajid Sarker
Adhare Valobesona Video Song
Adhare Valobesona Lyrics
জানি পাবনা তোমাকে ফুরোলেই রাত,
নিশিথে নিবিথে পাই সে হাত
জানি পাবনা তোমাকে ফুরোলেই রাত।
ফেঁসে গেছি বৃত্তের ধাঁধায়
তোমার চিরদিনের চিত্তের ইশারায়,
ফেঁসে গেছি বৃত্তের ধাঁধায়
তোমার চিরদিনের চিত্তের ইশারায়।
আধারে ভালবেসো না
আলোতে যদি না পরো,
মন বাগানে আর এসো না
বসতে যদি না পরো।
আধারে ভালবেসো না
আলোতে যদি না পরো,
মন বাগানে আর এসো না
বসতে যদি না পরো।
তোমার আমার যত কথা
কত সুখ আর কত ব্যাথা
হারাবে কি আজ সবই অজানায়।
গল্পে সবই ভুল ছিল
কীভাবে কী হয়ে গেল
এভাবে আর কত কাল।
ফেঁসে গেছি বৃত্তের ধাধায়
তোমার চিরদিনের চিত্তের ইশারায়।
আধারে ভালবেসো না
আলোতে যদি না পরো,
মন বাগানে আর এসো না
বসতে যদি না পরো।
আধারে ভালবেসো না
আলোতে যদি না পরো,
মন বাগানে আর এসো না
বসতে যদি না পরো।
ছায়ায় এসে ছিলে
ছায়ায় নিবে গেলে,
তুমি ফিরে যাবে
তোমার ছদ্মবেশে।
ছায়ায় এসে ছিলে
ছায়ায় নিবে গেলে,
তুমি ফিরে যাবে
তোমার ছদ্মবেশে।
Read More: