Jodi jantem amar kiser byatha lyrics (যদি জানতেম আমার কিসের ব্যথা)

Song : Jodi jantem amar kiser byatha
Rabindra sangeet

তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ ফাল্গুন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ ফেব্রুয়ারি, ১৯১৪
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।

কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম॥

কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে--

সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম॥

এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধ'রে।

ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে।

সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে--

গভীর সুরে "চাই নে' "চাই নে' বাজে অবিশ্রাম॥
Read More:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url