Madhobi hotat kotha hote elo lyrics (মাধবী হঠাৎ কোথা হতে এল )

Song : Madhobi hotat kotha hote elo 
Rabindra sangeet

Taal: Dadra
Raag: Mishra Chhayanat
Written on: 1920 (Dol-purnima 1326)
Place: Shantiniketan
Published in: Probasi
Swarabitan: 14 (Nabagitika 1)
Notation by: Dinendranath Tagore

মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।

এসে হেসেই বলে, "যা ই যা ই যাই।'

পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,

"না না না।'
নাচে তা ই তা ই তাই॥

আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে,

তোমায় চা ই চা ই চাই।'

পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,

"না না না।'

নাচে তা ই তা ই তাই॥

বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে,

বলে, "আ য় আ য় আয়'॥

বলে, "নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে

বেলা যা য় যা য় যায়।

বলে, "পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,

সময় না ই না ই নাই।'

পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,

"না না না।'

নাচে তা ই তা ই তাই॥

Read more:
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url