Momer Putul Lyrics (মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়) | Nazrul Geeti
Momer Putul Lyrics (মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়) | Nazrul Geeti
|
Song Info |
|
|
গান |
মোমের পুতুল মমীর দেশের মেয়ে |
|
গানের কথা |
কাজী নজরুল ইসলাম |
|
রাগ |
প্রধান |
|
তাল |
কাহার্বা |
Momer Putul Lyrics (মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়) | Nazrul Geeti
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়।
বিহবল চঞ্চল পায়।
খর্জুর বীথির ধারে
সাহারা মরুর পারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
উড়িয়ে ওড়না লু হাওয়ায়
পরী নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।
সুর্মা পরা আঁখি হানে আস্মানে
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল দরদী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।
![]() |
| মোমের পুতুল লিরিক্স |
