Rumjhum Jhum Jhum Rum Jhum Jhum Lyrics (রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্) | Nazrul Geeti

Rumjhum Jhum Jhum Rum Jhum Jhum Lyrics (রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্) | Nazrul Geeti

Song Info

গান

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্

গানের কথা

কাজী নজরুল ইসলাম

তাল

কাহার্‌বা


Rumjhum Jhum Jhum Rum Jhum Jhum Lyrics (রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্) | Nazrul Geeti

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্

খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়।

ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে

কুসুম ছড়ায় পথের বালুকায়।

তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার,

সে যেতে যেতে ছড়ায় পথে পাথর-কুচির হার।

তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি

ঈদের চাঁদ ও চায়।

আরবি ঘোড়ায় সওয়ার হয়ে, বাদ্‌শাজাদা বুঝি

সাহারাতে ফেরে সেই মরীচিকা খুঁজি

কত তরুণ মুসাফির পথ হারালো, হায়

কত বনের হরিণ মরে তারি রূপ তৃষায়।

https://www.suronuragi.com/2022/08/rumjhum-jhum-jhum-rum-jhum-jhum-lyrics.html

Read More:

Amay nohe go valobaso lyrics

Chokh Gelo Chokh Gelo Lyrics

Kheliche jolo debi lyrics

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url